ডা. মো. ফারুক হোসেনের জন্ম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। তিনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে বি.ডি.এস ডিগ্রি লাভ করেন। পরে তৎকালীন পিজি হাসপাতাল থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ডাক্তারির পাশাপাশি তিনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানেও সম্পৃক্ত আছেন। ডাক্তারির পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে কিছুদিন পড়াশুনা করেন। লেখালেখির শুরু ছাত্রজীবন থেকে। ২০০৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে অদ্যাবধি পর্যন্ত এক যুগেরও বেশি সময় ধরে তিনি নিয়মিতভাবে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক সংবাদপত্রের স্বাস্থ্য বিভাগে লিখে আসছেন। এছাড়া বিভিন্ন ম্যাগাজিনেও স্বাস্থ্য বিষয়ে তার লেখা প্রকাশিত হয়েছে। ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নরত অবস্থায় ডেন্টাল এডমিশন গাইড 'ইমপ্রেশনের' সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে ঢাকা ডেন্টাল কলেজের পক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি গ্যানো এক্সেলের হেলথ্ এ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের আপামর জনগণের মাঝে দাঁত ও মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ডেন্টাল পেশাকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া তার অন্যতম লক্ষ্য।