গাউসুর রহমানের জন্ম ৮ই অক্টোবর ১৯৬৫, ময়মনসিংহ। পিতা- মো: আবদুল মান্নান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। মাতা- হোসনে আরা বেগম। তিনি পিতামাতার জ্যেষ্ঠ সন্তান। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী ও আইনে স্নাতক গাউসুর রহমান কর্মজীবনে ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-গবেষণা, ফিচার-কলামসহ সাহিত্যের বিচিত্র পথে তাঁর সৃষ্টিধারা ঊর্মিমুখর।