একদিন একটি বুনোপ্রেম ফুটেছিলো - আকিমুন রহমান

জানো কি, সেই তুমি কতোটা প্রিয় ছিলে? কতোখানি প্রিয়, হে ১৯৭২? যে তুমি আমার জন্য খুলে দিয়েছিলে প্রথম দরোজা মন্দার ফুলের লাল, সুগন্ধি আম্র-মুকুলের সবুজ, আর, বেলী ও পদ্মপুষ্পের শ্বেত আভায় গড়া দরোজা! খুলে দিয়েছিলে! দরোজার অই পাড়ে মধুমঞ্জরী লতা-ফুলভারে দোলে দোলে দোলে তার সাথে সাথে আমারে দোলায় সে! সেই পুষ্প-মোড়ানো লতা, আর লতায় মাখানো হাওয়া আর ফিসফাস নিন্দা ও চাপা তিরস্কার ও খর শাসানি আর আমার ভীরু প্রাণ, আর চকিত চক্ষের মণি কোন এক বালকেরে-একটুখানি দেখতে পাবার বাসনা ও ভয় ত্রস্ত চোখের অশ্রুজল এইসব কিছু! এরই তো নাম প্রথম প্রণয়? তুমি নিয়ে এসেছিলে তারে! এনেছিলে প্রিয়, হে পরম! তুমি এসেছিলে একদিন, সেই তো ১৯৭২!
120 Ratings
৳252 ৳360 Save 30 %
  • হার্ডকভার ম্যাটিস্পট প্রিমিয়ার কাগজের বই
  • বইমেলা
  • Dhaka city Cash on Deliver
  • 7 Days Happy Returns
  • Dhaka City Cash on Delivery + ৳65
  • Outside Dhaka city (Cash on Delivery) + ৳109
  • In Sundarban Courier Advance Payment Only all over the Bangladesh + ৳55
সেই ছিলো এক ১৯৭২ সাল। সেই বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির দিকে-একেবারে সাদাসিধে একটি প্রথম প্রেম-একদম আচকাই-জন্ম নিয়েছিলো! শিরীন চাঁদ সুলতানা নামের এক অনাম্নী বালিকা-প্রেমে পড়েছিলো ফরহাদ হোসেনের। সেও এক অনামা সামান্য ছেলে! অন্য অন্য বহু লোকালয়ে-এমন গল্প-কতো কতোই তো জন্মায়! হরদম জন্মায়! তারপর হয়তো সেটি আকাশের দিকে মাথা উঁচোয়! বেঁচে থাকে। বা, কোনো কোনোটি হয়তো মাথা তুলে দেবার শক্তি পায় না! সেটি কখন আলগোছে মরে যায়-নজরে আসে না! আশেপাশের লোকসমাজের হয়তো- সেই প্রেম বিরিক্ষির দিকে খেয়াল দেবার-ফুরসতও হয় না! তবে আমাদের এই প্রথম প্রণয় বিরিক্ষি, কিছুমাত্র অনুকূল ভাগ্য নিয়ে জন্মায়নি! কুণ্ঠা, ভয়, লাজ, সংকোচে তো সে নিজে নিজে পুড়ছিলোই; সেইসাথে তাকে ঝলসে দেয়ার জন্য ফুঁসে উঠছিলো সংসার-সমাজের ঘৃণা! চৈত্র মাসের বৃষ্টিহীন, খরখটা সন্ধ্যাগুলাতে, দেশের গ্রাম-গঞ্জের সায়শান্তির উনোন থেকে, হঠাৎ যেমন ঘরের চালের দিকে আগুন লাফ দিয়ে ওঠে; সেই ভয়ঙ্কর আগুনের মতো-সামাজিক ঘৃণা- তাকে ঘিরে লকলকিয়ে উঠেছিলো! ঘৃণা ও নিন্দার আগুনে-অই যে সেই প্রথম প্রণয়-বিষম দগ্ধ হয়! ধুঁকতে থাকে! ক্রমে হয়তো সে-দিনে দিনে-আবার মাথা উঁচিয়ে দাঁড়িয়ে যাবার শক্তি পেয়েই যেতো! তবে সেই অবস্থাটা আর কোনোদিন আসে না! সেটি আসার পথ রুদ্ধ করে দেয়- সেই তারা দুজন-যাদের নাম শিরীন চাঁদ সুলতানা এবং ফরহাদ হোসেন!
Title একদিন একটি বুনোপ্রেম ফুটেছিলো - আকিমুন রহমান
Author
Cover Type
Paper Type
Publisher
Edition 2019
Number of Pages 288
Country বাংলাদেশ
Language Bangla
ISBN 978-984-21-0281-3
আকিমুন রহমান

আকিমুন রহমান

Books published by Akimun Rahman: The Form of Reality in the Modern Bengali Novel (1920-50) Golden straw Bibi to Begum A girl in a man's world is a fly in blood These are hidden caves A few dust particles flew in the sun of life